উত্তর ঃ 'মহাভাষ্য' রচনা করেছেন ঋষি পতঞ্জলি।
২. নাগসেনের রচিত গ্রন্থের নাম কী? *
উত্তর ঃ নাগসেনের রচিত গ্রন্থের নাম হল 'মিলিন্দপঞ্চহো'।
৩. 'অষ্টাধ্যয়ী' গ্রন্থটি কে রচনা করেছেন? *
উত্তর ঃ 'অষ্টাধ্যয়ী' গ্রন্থটি রচনা করেছেন পাণিনি।
৪. 'মালবিকাগ্নিমিত্রম' নাটকটি কে রচনা করেছেন? *
উত্তর ঃ 'মালবিকাগ্নিমিত্রম' নাটকটি রচনা করেছেন মহাকবি কালিদাস।
৫. কলিঙ্গরাজ খারবেলের সাথে কোন লেখ জড়িত? *
উত্তর ঃ কলিঙ্গরাজ খারবেলের সাথে 'হাতিগুম্ফা লেখ' জড়িত।
৬. 'নাসিক প্রশস্তি' কে রচনা করেছেন? *
উত্তর ঃ 'নাসিক প্রশস্তি' রচনা করেছেন গৌতমী বলশ্রী।
৭. কে কবে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন? *
উত্তর ঃ ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ -কে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন।
৮. পাণিনির বর্ণনা অনুযায়ী শুঙ্গ শাসকরা কোন গোত্রের ব্রাহ্মণ ছিলেন?
উত্তর ঃ পাণিনির বর্ণনা অনুযায়ী শুঙ্গ শাসকরা ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ ছিলেন।
৯. মহাকবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটক অনুযায়ী পুষ্যমিত্র কোন গোত্রের ব্রাহ্মণ ছিলেন?
উত্তর ঃ মহাকবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম নাটক অনুযায়ী পুষ্যমিত্র কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ ছিলেন।
১০. কোন তিব্বতীয় ঐতিহাসিকের রচনায় পুষ্যমিত্রকে বৌদ্ধবিদ্বেষী বলা হয়েছে?
উত্তর ঃ তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের রচনায় পুষ্যমিত্রকে বৌদ্ধবিদ্বেষী বলা হয়েছে।
১১. শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন? *
উত্তর ঃ শুঙ্গ বংশের শেষ শাসক ছিলেন দেবভূতি।
১২. কে কবে দেবভূতিকে হত্যা করেছিলেন? *
উত্তর ঃ ৭৫ খ্রিস্টপূর্বাব্দে দেবভূতির মন্ত্রী বাসুদেব তাকে হত্যা করেছিলেন।
১৩. কে কবে কাম্ব বংশের প্রতিষ্ঠা করেছিলেন? *
উত্তর ঃ ৭৫ খ্রিস্টপূর্বাব্দে শুঙ্গ বংশের শেষ শাসক দেবভূতিকে হত্যা করে তার মন্ত্রী বাসুদেব মগধে কাম্ব বংশের প্রতিষ্ঠা করেছিলেন।
১৪. চেদি বংশের তৃতীয় শাসক কে ছিলেন? *
উত্তর ঃ চেদি বংশের তৃতীয় শাসক ছিলেন খারবেল।
১৫. খারবেলের রাজধানী কোথায় ছিল?
উত্তর ঃ খারবেলের রাজধানী ছিল কলিঙ্গ প্রদেশ।
১৬. মহাবিজয় প্রাসাদ (Palace of Great Victory) কে নির্মাণ করেছিলেন?
উত্তর ঃ কলিঙ্গরাজ খারবেল তাঁর রাজত্বের নবম বছরে উত্তর ভারত বিভাজনের উপলক্ষে প্রাচী নদীর তীরে মহাবিজয় প্রাসাদ (Palace of Great Victory) -টি নির্মাণ করেছিলেন।
১৭. কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মাবলম্বী ছিলেন?
উত্তর ঃ কলিঙ্গরাজ খারবেল জৈন ধর্মাবলম্বী ছিলেন।
১৮. 'অন্ধ্রভৃত্য' কাদের বলা হয়? *
উত্তর ঃ 'অন্ধ্রভৃত্য' বলা হয় সাতবাহনদের।
১৯. 'অন্ধ্রভৃত্য' কথাটির অর্থ কী?
উত্তর ঃ 'অন্ধ্রভৃত্য' কথাটির অর্থ হল 'দেশের সেবক'।
২০. হিউয়েন সাঙের রচিত গ্রন্থটির নাম কী? *
উত্তর ঃ হিউয়েন সাঙের রচিত গ্রন্থটির নাম হল 'সি-ইউ-কি'।
২১. 'নানাঘাট লেখ' কে রচনা করেছেন? *
উত্তর ঃ 'নানাঘাট লেখ' রচনা করেছেন প্রথম সাতকর্ণির স্ত্রী নয়নিকা।
২২. 'জুনাগড় লেখ' কে রচনা করেছেন? *
উত্তর ঃ 'জুনাগড় লেখ' রচনা করেছেন শকরাজা রুদ্রদামন।
২৩. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? *
উত্তর ঃ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক।
২৪. সিমুকের রাজধানী কোথায় ছিল? *
উত্তর ঃ সিমুকের রাজধানী ছিল 'প্রতিষ্ঠান' বা পৈথান।
২৫. সাতবাহনদের প্রথম সফল রাজা কে ছিলেন?
উত্তর ঃ সাতবাহনদের প্রথম সফল রাজা ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুকের পুত্র প্রথম সাতকর্ণি।
২৬. 'দক্ষিণাপথপতি' ও 'অপ্রতিহতচক্র' উপাধি কার ছিল? *
উত্তর ঃ 'দক্ষিণাপথপতি' ও 'অপ্রতিহতচক্র' উপাধি ছিল সাতবাহন রাজা প্রথম সাতকর্ণি।
২৭. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? *
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণি ছিলেন অন্ধ্রপ্রদেশের সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ।
২৮. গৌতমীপুত্র সাতকর্ণি কবে নহপানকে পরাজিত করেছিলেন?
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণি ১২৪ বা ১২৫ খ্রিস্টাব্দে নহপানকে পরাজিত করেছিলেন।
২৯. কোন সাতবাহন রাজাকে 'শক-যবন-পহ্লব' নিধনকারী বলা হয়? *
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণিকে 'শক-যবন-পহ্লব' নিধনকারী বলা হয়।
৩০. সাতবাহন বংশের সর্বশেষ উল্লেখযোগ্য শাসক কে ছিলেন?
উত্তর ঃ সাতবাহন বংশের সর্বশেষ উল্লেখযোগ্য শাসক ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণি।
৩১. সাতবাহনদের সর্বোৎকৃষ্ট স্থাপত্যকীর্তি কোনটি?
উত্তর ঃ সাতবাহনদের সর্বোৎকৃষ্ট স্থাপত্যকীর্তি হল কার্লের চৈত্য।
৩২. মিনান্দার-এর রাজধানী কোথায় ছিল? *
উত্তর ঃ মিনান্দার-এর রাজধানী ছিল সাকল।
৩৩. শকদের ক্ষহরাত শাখার দুজন উল্লেখযোগ্য রাজার নাম লেখ।
উত্তর ঃ শকদের ক্ষহরাত শাখার দুজন উল্লেখযোগ্য রাজা ছিলেন (ক) ক্ষত্রপ ভূমক (খ) মহাক্ষত্রপ নহপান।
৩৪. কে কোথায় শকদের কার্দমাক শাখার প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর ঃ মালবের উজ্জয়িনীতে রাজা চষ্টন শকদের কার্দমাক শাখার প্রতিষ্ঠা করেছিলেন।
৩৫. শকদের কার্দমাক শাখার শ্রেষ্ঠ নৃপতি কে ছিলেন? *
উত্তর ঃ শকদের কার্দমাক শাখার শ্রেষ্ঠ নৃপতি ছিলেন রুদ্রদামন।
৩৬. ভারতে পহ্লব শাসকদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? *
উত্তর ঃ ভারতে পহ্লব শাসকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গন্ডোফার্নিস।
৩৭. ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? *
উত্তর ঃ ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস।
৩৮. কে 'ওয়াং' উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর ঃ কুজুল কদফিসেস 'ওয়াং' উপাধি গ্রহণ করেছিলেন।
৩৯. কুষাণদের প্রাচীন মুদ্রা অনুযায়ী তাদের প্রথম শাসক কে ছিলেন?
উত্তর ঃ কুষাণদের প্রাচীন মুদ্রা অনুযায়ী তাদের প্রথম শাসক ছিলেন মায়ুস।
৪০. বিম কদফিসেস কী কী উপাধি গ্রহণ করেছিলেন?
উত্তর ঃ বিম কদফিসেস 'মহারাজ' , 'রাজাধিরাজ' , 'সর্বলোকেশ্বর' , 'মহীশ্বর' ইত্যাদি উপাধি গ্রহণ করেছিলেন।
৪১. ভারতে প্রথম কে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন? *
উত্তর ঃ ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কুষাণ সম্রাট বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস ।
৪২. বিম কদফিসেস কোন ধর্মের উপাসক ছিলেন?
উত্তর ঃ বিম কদফিসেস শৈবধর্মের উপাসক ছিলেন।
৪৩. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? *
উত্তর ঃ কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিস্ক।
৪৪. কে কবে শকাব্দ প্রচলন করেছিলেন?
উত্তর ঃ শকাব্দ প্রচলন করেছিলেন কুষাণ সম্রাট কনিস্ক ৭৮ খ্রিস্টাব্দে।
৪৫. কনিস্কের রাজধানী কোথায় ছিল? *
উত্তর ঃ কনিস্কের রাজধানী ছিল পেশোয়ার বা পুরুষপুর।
24mcq
৪৬. কে নিজেকে 'দেবপুত্র' বলে আখ্যা দিতেন? *
উত্তর ঃ কুষাণ সম্রাট কনিস্ক নিজেকে 'দেবপুত্র' বলে আখ্যা দিতেন।
৪৭. কনিস্কের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
উত্তর ঃ কনিস্কের প্রধানমন্ত্রীর নাম ছিল মাথর।
৪৮. কার শাসনব্যবস্থায় 'গিল্ড'-এর প্রাধান্য দেখা যায়?
উত্তর ঃ কনিস্কের শাসনব্যবস্থায় 'গিল্ড'-এর প্রাধান্য দেখা যায়।
৪৯. কে চতুর্থ বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন? *
উত্তর ঃ কুষাণ সম্রাট কনিস্ক চতুর্থ বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন।
৫০. বুদ্ধচরিত কে রচনা করেছেন?
উত্তর ঃ বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ । এছাড়া তিনি সুত্রালঙ্কার গ্রন্থটিও রচনা করেছেন।
৫১. কনিস্কের সভাকবি কে ছিলেন?
উত্তর ঃ কনিস্কের সভাকবি ছিলেন বসুমিত্র।
৫২. 'মহাবিভাষা' গ্রন্থটি কে লিখেছেন? *
উত্তর ঃ 'মহাবিভাষা' গ্রন্থটি লিখেছেন বসুমিত্র।
৫৩. নাগার্জুনের লেখা গ্রন্থটির নাম কী? *
উত্তর ঃ নাগার্জুনের লেখা গ্রন্থটির নাম হল 'প্রজ্ঞাপারমিতাসূত্র'।
৫৪. চরকের লেখা গ্রন্থটির নাম কী? *
উত্তর ঃ চরকের লেখা গ্রন্থটির নাম হল 'চরকসংহিতা'।
৫৫. কুষাণদের শেষ শাসক কে ছিলেন?
উত্তর ঃ কুষাণদের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব।
৫৬. গ্রিকরা শকদের বাসস্থানকে কী বলত?
উত্তর ঃ গ্রিকরা শকদের বাসস্থানকে স্কাইথিয়া বা সিথিয়া বলত।
৫৭. কোনটি সাতবাহনদের দ্বিতীয় রাজধানী ছিল?
উত্তর ঃ জুন্নার ছিল সাতবাহনদের দ্বিতীয় রাজধানী।
৫৮. গুণাঢ্য কার সভাকবি ছিলেন? *
উত্তর ঃ গুণাঢ্য সাতবাহনরাজা হালের সভাকবি ছিলেন।
৫৯. পুষ্যমিত্র শুঙ্গ কয়টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন?
উত্তর ঃ পুষ্যমিত্র শুঙ্গ দু-টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন।
৬০. 'মালবিকাগ্নিমিত্রম' গ্রন্থে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে ? *
উত্তর ঃ 'মালবিকাগ্নিমিত্রম' গ্রন্থে অগ্নিমিত্র শুঙ্গ-এর সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৬১. বাসুদেব কোন রাজার মন্ত্রী ছিলেন?
উত্তর ঃ বাসুদেব ছিলেন শুঙ্গ রাজা দেবভূতির মন্ত্রী।
৬২. ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে কে শ্রেষ্ঠ রাজা ছিলেন? *
উত্তর ঃ ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন মিনান্দার।
৬৩. কুষাণদের আদি বাসভূমি কোথায় ছিল?
উত্তর ঃ উত্তর-পশ্চিম ভারত ছিল কুষাণদের আদি বাসভূমি।
৬৪. শকদের আদি বাসভূমি কোথায় ছিল?
উত্তর ঃ মঙ্গোলিয়া ছিল শকদের আদি বাসভূমি।
৬৫. ভারতে পহ্লবরা কোন অঞ্চলে বসবাস করত?
উত্তর ঃ কাস্পিয়ান নদীর তীরবর্তী অঞ্চলে পহ্লবরা বসবাস করত।
৬৬. কুষাণরা কোন জাতির শাখা ছিল? *
উত্তর ঃ কুষাণরা ইউ-চি জাতির শাখা ছিল।
৬৭. সাতবাহনদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর ঃ সাতবাহনদের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্র।
৬৮. 'ত্রিসমুদতোয়পীতবাহন' -এই উপাধিটি কে নিয়েছিলেন?
উত্তর ঃ 'ত্রিসমুদতোয়পীতবাহন' -এই উপাধিটি নিয়েছিলেন প্রথম সাতকর্ণি।
৬৯. কোন রাজা মথুরা শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তর ঃ বিম কদফিসেস মথুরা শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন।
৭০. কোন রাজার রাজত্বকালে হেলিওডোরাস ভারতে এসেছিলেন?
উত্তর ঃ পুষ্যমিত্রের আমলে হেলিওডোরাস ভারতে এসেছিলেন।
৭১. 'গাথা সপ্তশতী' গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর ঃ 'গাথা সপ্তশতী' গ্রন্থটি লিখেছেন সাতবাহনরাজ হাল।
৭২. কোন রাজা 'সাতবাহন-কুল-যশঃপ্রতিষ্ঠনকর' -এই উপাধিটি কে নিয়েছিলেন?
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণি 'সাতবাহন-কুল-যশঃপ্রতিষ্ঠনকর' -এই উপাধিটি নিয়েছিলেন।
৭৩. কী থেকে জানা যায় যে প্রথম সাতকর্ণি 'অপ্রতিহতচক্র' উপাধি নিয়েছিলেন?
উত্তর ঃ নানাঘাট লিপি থেকে জানা যায় যে প্রথম সাতকর্ণি 'অপ্রতিহতচক্র' উপাধি নিয়েছিলেন।
৭৪. শকরাজা রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লেখা হয়েছিল?
উত্তর ঃ শকরাজা রুদ্রদামনের জুনাগড় লিপি ব্রাহ্মী ভাষায় লেখা হয়েছিল।
৭৫. নাগার্জুন কোন রাজার রাজসভা অলংকৃত করেছিলেন?
উত্তর ঃ নাগার্জুন গৌতমীপুত্র সাতকর্ণির রাজসভা অলংকৃত করেছিলেন।
৭৬. শুঙ্গ বংশের শাসনকালে কারা ভারত আক্রমণ করেছিলেন?
উত্তর ঃ শুঙ্গ বংশের শাসনকালে ব্যাকট্রিয় গ্রিকরা ভারত আক্রমণ করেছিলেন।
৭৭. রুদ্রদামনের কাছে সাতবাহনরাজ সাতকর্ণির দুবার পরাজয়ের কথা কী থেকে জানা যায়?
উত্তর ঃ জুনাগড় লেখ থেকে রুদ্রদামনের কাছে সাতবাহনরাজ সাতকর্ণির দুবার পরাজয়ের কথা জানা যায়।
৭৮. গৌতমীপুত্র সাতকর্ণি প্রচলিত মুদ্রা কোথায় পাওয়া গেছে?
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণি প্রচলিত মুদ্রা কাদালুর-এ পাওয়া গেছে।
৭৯. কনিস্কের শাসনকালে দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
উত্তর ঃ কনিস্কের শাসনকালে দ্বিতীয় রাজধানী ছিল মথুরা।
৮০. 'গান্ধার শিল্প' কোন যুগে বিকশিত হয়েছিল? *
উত্তর ঃ 'গান্ধার শিল্প' বিকশিত হয়েছিল কুষাণ যুগে।
৮১. কোন রাজার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন চরক?
উত্তর ঃ কনিস্কের রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন চরক।
৮২. সাতবাহন আমলে তাদের জেলাগুলি কী নামে পরিচিত ছিল? *
উত্তর ঃ সাতবাহন আমলে তাদের জেলাগুলি অহরা নামে পরিচিত ছিল।
৮৩. শুঙ্গদের পরে কোন রাজবংশ রাজত্ব করেছিল?
উত্তর ঃ শুঙ্গদের পরে কাম্ব রাজবংশ রাজত্ব করেছিল।
৮৪. কনিস্ক কোথায় চতুর্থ বৌদ্ধসংগীতির আয়োজন করেছিলেন? *
উত্তর ঃ কনিস্ক চতুর্থ বৌদ্ধসংগীতির আয়োজন করেছিলেন কাশ্মীরে।
৮৫. কোন চৈনিক শাসকের কাছে কনিস্ক পরাজিত হয়েছিলেন? *
উত্তর ঃ চৈনিক শাসক প্যান চাও -এর কাছে কনিস্ক পরাজিত হয়েছিলেন।
৮৬. 'বিন্ধ্য অধিপতি' কাকে বলা হয়? *
উত্তর ঃ গৌতমীপুত্র সাতকর্ণিকে 'বিন্ধ্য অধিপতি' বলা হয়।
৮৭. কোন যুগে মথুরা শৈলী বিকাশ লাভ করেছিল?
উত্তর ঃ কূষাণ যুগে মথুরা শৈলী বিকাশ লাভ করেছিল।
৮৮. চতুর্থ বৌদ্ধসংগীতির সভাপতি কে ছিলেন? *
উত্তর ঃ চতুর্থ বৌদ্ধসংগীতির সভাপতি ছিলেন বসুমিত্র।
৮৯. একমাত্র কী থেকে ব্যাকট্রিয় গ্রিকদের কথা আমরা জানতে পারি?
উত্তর ঃ একমাত্র মুদ্রা থেকে ব্যাকট্রিয় গ্রিকদের কথা আমরা জানতে পারি।
৯০. কে কনিস্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন? *
উত্তর ঃ নাগার্জুন ছিলেন কনিস্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক।
24mcq
24 mcq
0 Comments