উত্তর ঃ NCERT -এর মতে হরপ্পা সভ্যতার সময়কাল হল ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৮০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
২. জন মার্শাল -এর মতে হরপ্পা সভ্যতার সময়কাল কত ? *
উত্তর ঃ জন মার্শাল -এর মতে হরপ্পা সভ্যতার সময়কাল হল ৩২৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
৩. রোমিলা থাপার -এর মতে হরপ্পা সভ্যতার সময়কাল কত ?
উত্তর ঃ রোমিলা থাপার -এর মতে হরপ্পা সভ্যতার সময়কাল হল ২৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
৪. রেডিও কার্বন ডেটিং পদ্ধতি অনুসারে হরপ্পা সভ্যতার সময়কাল কত ?
উত্তর ঃ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি অনুসারে হরপ্পা সভ্যতার সময়কালকে তিনটি পর্যায়ে ভাগ করা হয় । যথা - (ক) প্রাক-হরপ্পা - সময়কাল ৩২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত (খ) পরিণত হরপ্পা - সময়কাল ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত (গ) সভ্যতার শেষ পর্যায় - সময়কাল ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
৫. হরপ্পা সভ্যতার উত্তরের অবস্থান কী ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতার উত্তরের অবস্থান ছিল জম্মুর শোর্তুগাই ।
৬. হরপ্পা সভ্যতার দক্ষিণের অবস্থান কী ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতার দক্ষিণের অবস্থান ছিল মহারাষ্ট্রের দৈমাবাদ ।
৭. হরপ্পা সভ্যতার পূর্বের অবস্থান কী ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতার পূর্বের অবস্থান ছিল উত্তরপ্রদেশের মিরাট জেলার হিন্দন নদীর তীরে অবস্থিত আলমগিরপুর ।
৮. হরপ্পা সভ্যতার পশ্চিমের অবস্থান কী ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতার পশ্চিমের অবস্থান ছিল বালুচিস্তানের সুতকাজেনদোর ।
৯. হরপ্পা সভ্যতার বিস্তার কতটা ছিল ?
১০. হরপ্পা সভ্যতায় কোন ধরনের জাতিগোষ্ঠীর প্রাধান্য ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতায় প্রোটো-অস্ট্রোলয়েড , আলপাইন , মোঙ্গলয়েড ইত্যাদি জাতিগোষ্ঠীর মানুষের প্রাধান্য ছিল ।
১১. হরপ্পা সভ্যতার লিখনশৈলী কেমন ছিল ? *
উত্তর ঃ হরপ্পা সভ্যতার লিখনশৈলীর নাম ছিল 'বউস্ট্রোফেডন' । এটিতে প্রথম লাইন ডানদিক থেকে বামদিকে এবং পরের লাইন বামদিক থেকে ডানদিকে লেখা ছিল ।
১২. হরপ্পা সভ্যতার লিপি কি এখনো পাঠোদ্ধার সম্ভব হয়েছে ?
উত্তর ঃ না এখনো সম্ভব হয়নি ।
১৩.. হরপ্পা সভ্যতায় কত ধরনের অক্ষর বা হরফ প্রচলিত ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতায় প্রায় ২৭০ ধরনের অক্ষর বা হরফ প্রচলিত ছিল ।
১৪. সিন্ধু অঞ্চলে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ সিন্ধু অঞ্চলে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল মহেন-জো-দারো , আমরি , চানহুদারো ইত্যাদি ,
১৫. বেলুচিস্তানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ বেলুচিস্তানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল বালাকোট , ডাবরকোট ।
১৬. আফগানিস্তানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ আফগানিস্তানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল শোর্তুগাই , মুন্ডিগাক ইত্যাদি ।
১৭. পশ্চিম পাঞ্জাবে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ পশ্চিম পাঞ্জাবে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল হরপ্পা , জলীলপুর , গানেরিওয়ালা , রেহমানডেহরি ইত্যাদি ।
১৮. রাজস্থানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ? *
উত্তর ঃ রাজস্থানে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল কালিবঙ্গান ।
১৯. হরিয়ানাতে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ হরিয়ানাতে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল ভগবানপুর , বানওয়ালি ।
২০. উত্তরপ্রদেশে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ? *
উত্তর ঃ উত্তরপ্রদেশে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল আলমগিরপুর ।
২১. গুজরাতে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ গুজরাতে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল লোথাল , রংপুর , ধোলাভিরা , সুরকোটাডা ইত্যাদি ।
২২. পাঞ্জাবে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ পাঞ্জাবে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল রূপার ।
২৩. মহারাষ্ট্রে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ?
উত্তর ঃ মহারাষ্ট্রে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল দৈমাবাদ ।
২৪. জম্মু ও কাশ্মীরে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম কী ? *
উত্তর ঃ জম্মু ও কাশ্মীরে পাওয়া হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্রের নাম হল মান্দা ।
২৫. হরপ্পা কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ? *
উত্তর ঃ ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করেন ।
২৬. মহেন-জো-দারো কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ? *
উত্তর ঃ ১৯২২ খ্রিস্টাব্দে স্যার জন মার্শালের নেতৃত্বে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন-জো-দারো কেন্দ্রটি আবিষ্কার করেন ।
২৭. সুতকাজেনদোর কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯২৭ খ্রিস্টাব্দে অরেল স্টেইন সুতকাজেনদোর কেন্দ্রটি আবিষ্কার করেন ।
২৮. চানহুদারো কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৩১ খ্রিস্টাব্দে ননীগোপাল মজুমদার ও ম্যাকে প্রমুখ ।
২৯. রূপার কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ? *
উত্তর ঃ ১৯৫৩ খ্রিস্টাব্দে ওয়াই ডি শর্মা এটি আবিষ্কার করেন ।
৩০. কালিবঙ্গান কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৬০ খ্রিস্টাব্দে বি কে থাপার এই কেন্দ্রটি আবিষ্কার করেন ।
৩১. রংপুর কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৩৫ খ্রিস্টাব্দে এম এস ভাটস এই কেন্দ্রটি আবিষ্কার করেন ।
৩২. বালাকোট কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৬৩ খ্রিস্টাব্দে জর্জ এফ ডেলস এটি আবিষ্কার করেন ।
৩৩. আলমগিরপুর কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৫৮ ও ১৯৫৯ খ্রিস্টাব্দে ওয়াই ডি শর্মা এই কেন্দ্রটি আবিষ্কার করেন ।
৩৪. ধোলাভিরা কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৬৭ খ্রিস্টাব্দে জগৎপতি যোশি এটি আবিষ্কার করেন ।
৩৫. সুরকোটাডা কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৭০ খ্রিস্টাব্দে জগৎপতি যোশি এটি আবিষ্কার করেন ।
৩৬. বানওয়ালি কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে আর এস বিস্ত এই কেন্দ্রটি আবিষ্কার করেন ।
৩৭. লোথাল কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ? *
উত্তর ঃ ১৯৫৪ খ্রিস্টাব্দে এস আর রাও এটি আবিষ্কার করেন ।
৩৮. আমরি কেন্দ্রটি কে কবে আবিষ্কার করেন ?
উত্তর ঃ ননীগোপাল মজুমদার ১৯৩৫ খ্রিস্টাব্দে এই কেন্দ্রটি আবিষ্কার করেন ।
৩৯. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ? *
উত্তর ঃ হরপ্পা পাঞ্জাবের মন্টগোমারি জেলার রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ।
৪০. মহেন-জো-দারো কোথায় অবস্থিত ?
উত্তর ঃ মহেন-জো-দারো সিন্ধুর লারকানা জেলায় অবস্থিত ।
৪১. রূপার কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর ঃ রূপার পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত ।
৪২. কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর ঃ রাজস্থানের ঘর্ঘরা নদীর তীরে এটি অবস্থিত ।
৪৩. আলমগিরপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর ঃ এটি উত্তরপ্রদেশের মিরাট জেলার হিন্দন নদীর তীরে অবস্থিত ।
৪৪. লোথাল কোন নদীর তীরে অবস্থিত ? *
উত্তর ঃ এটি গুজরাটের ভোগাব নদীর তীরে অবস্থিত । এটি একটি সামুদ্রিক বন্দর ।
৪৫. মহেন-জো-দারো কথাটির অর্থ কী ? *
উত্তর ঃ মহেন-জো-দারো কথাটির অর্থ হল 'মৃতের স্তূপ' ।
৪৬. মহেন-জো-দারো থেকে কটি সিল পাওয়া গেছে ?
উত্তর ঃ মহেন-জো-দারো থেকে প্রায় ১৩৯৮ টি সিল পাওয়া গেছে ।
৪৭. হরপ্পা কথাটির অর্থ কী ? *
উত্তর ঃ হরপ্পা কথাটির অর্থ হল 'পশুপতির খাদ্য' ।
৪৮. হরপ্পা থেকে কটি সিল পাওয়া গেছে ?
উত্তর ঃ প্রায় ৮৯১ টি সিল হরপ্পা থেকে পাওয়া গেছে ।
৪৯. পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দরের নাম কী ? *
উত্তর ঃ লোথাল হল পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর ।
৫০. হরপ্পা সভ্যতার 'ম্যাঞ্চেস্টার' কাকে বলা হয় ? *
উত্তর ঃ বস্ত্র ব্যবসার দিক থেকে লোথাল -কে হরপ্পা সভ্যতার 'ম্যাঞ্চেস্টার' বলা হয় ।
৫১. সিন্ধু সভ্যতার লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে ? *
উত্তর ঃ কালিবঙ্গানে সিন্ধু সভ্যতার লাঙল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে ।
৫২. স্বাধীন ভারতের আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্রের নাম কী ? *
উত্তর ঃ রূপার হল স্বাধীন ভারতের আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র ।
৫৩. মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার নিদর্শন কোথা থেকে পাওয়া গেছে ? *
উত্তর ঃ রূপার -এ মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে ।
৫৪. হরপ্পার মানুষের প্রধান খাদ্য কী ছিল ?
উত্তর ঃ গম ও জব ছিল হরপ্পার মানুষের প্রধান খাদ্য । এছাড়াও তারা সরষে , মিলেট , তিল , মুসুর , তুলো , জোয়ার , বাজরা , রাগি ইত্যাদির চাষ করত ।
৫৫. সিন্ধু সভ্যতার কোন কোন অঞ্চলে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর ঃ লোথাল এবং রংপুরে পাওয়া তুষ থেকে সিন্ধু সভ্যতার ধান চাষের প্রমাণ মেলে ।
৫৬. হরপ্পা সভ্যতার মানুষেরা কোন কোন পশুকে চাষের কাজে লাগাত ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতার মানুষেরা ষাঁড় ও মহিষ -কে চাষের কাজে লাগাত ।
৫৭. হরপ্পার বণিকদের কী নাম ছিল ? *
উত্তর ঃ হরপ্পার বণিকদের 'পণি' বলা হত ।
৫৮.হরপ্পার মানুষেরা কোন কোন দেশের সাথে বানিজ্য করত ? *
উত্তর ঃ হরপ্পার মানুষেরা সুমের , মেসোপটেমিয়া , মিশর , ব্যাবিলন প্রভৃতি স্থানের সাথে বানিজ্য করত ।
৫৯. সুমারদের সাহিত্যে প্রাপ্ত 'মেলুহা' শব্দের অর্থ কী ? *
উত্তর ঃ সুমারদের সাহিত্যে প্রাপ্ত 'মেলুহা' শব্দের অর্থ হল সিন্ধুর অধিবাসী ।
৬০. হরপ্পা সভ্যতার মানুষেরা ______________ -এর পূজা করত । *
উত্তর ঃ 'টোটেম উপাসনা' বা 'প্রতীক পূজা' ।
৬১. হরপ্পা সভ্যতায় প্রাপ্ত ত্রিমুখবিশিষ্ট যোগি মূর্তির নিদর্শনটিকে কে 'আদি শিব' বলেছেন ?
উত্তর ঃ স্যার জন মার্শাল হরপ্পা সভ্যতায় প্রাপ্ত ত্রিমুখবিশিষ্ট যোগি মূর্তির নিদর্শনটিকে 'আদি শিব' বলে উল্লেখ করেছেন ।
৬২. আদি শিবের সাথে কোন কোন পশুর নাম পাওয়া যায় ? *
উত্তর ঃ আদি শিবের সাথে হাতি , গণ্ডার , বাঘ , মহিষ , হরিণ -এই পাঁচটি পশুর নাম পাওয়া যায় ।
৬৩. হরপ্পা সভ্যতায় শাসনক্ষমতার শীর্ষে কারা ছিলেন ?
উত্তর ঃ পুরোহিতরা ছিলেন হরপ্পা সভ্যতায় শাসনক্ষমতার শীর্ষে ।
৬৪. হরপ্পা সভ্যতায় বাড়ি তৈরির ইটের মাপ কেমন ছিল ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতায় বাড়ি তৈরির ইটের মাপ ছিল ১ ঃ ২ ঃ ৪ ।
৬৫. সিন্ধু সভ্যতার 'যমজ নগর' কাকে বলা হয় ? *
উত্তর ঃ হরপ্পা এবং মহেন-জো-দারো এই কেন্দ্র দুটিকে সিন্ধু সভ্যতার যমজ নগর বলা হয় ।
৬৬. সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোন কেন্দ্রে পাওয়া গেছে ? *
উত্তর ঃ সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে মহেন-জো-দারো তে । এটির ক্ষেত্রফল ১৮০ ✖ ১০৮ ফুট । এটির দৈর্ঘ্য ৩৯ ফুট , প্রস্থ ২৩ ফুট , ৮ ফুট গভীর ।
৬৭. 'হারিয়ুপিয়া'-র যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উত্তর ঃ আর্য এবং অনার্যদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল , যা ঋগবেদে উল্লেখ আছে ।
৬৮. কালিবঙ্গান কথাটির অর্থ কী ? *
উত্তর ঃ কালিবঙ্গান কথাটির অর্থ হল 'কৃষ্ণকঙ্কণ' ।
৬৯. হরপ্পা সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন কারা ?
উত্তর ঃ মার্টিন হুইলার এবং গর্ডন চাইল্ড হরপ্পা সভ্যতার পতনের জন্য আর্য আক্রমণকে দায়ী করেছেন ।
৭০. কোন দেশে সিন্ধু সভ্যতার কার্পাসবস্ত্র সিদ্ধম নামে পরিচিত ?
উত্তর ঃ ব্যাবিলনে সিন্ধু সভ্যতার কার্পাসবস্ত্র সিদ্ধম নামে পরিচিত ।
৭১. হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি কোন প্রকার পাথর দিয়ে তৈরি করা হত ?
উত্তর ঃ স্টিয়েটাইট জাতীয় পাথর দিয়ে হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি তৈরি করা হত ।
৭২. কোন কেন্দ্রটিকে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার বলা হয় ?
উত্তর ঃ 'হরপ্পা' কেন্দ্রটিকে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার বলা হয় ।
৭৩. হরপ্পা সভ্যতায় কেমন আকৃতির বাটখারা ব্যবহার করা হত ?
উত্তর ঃ হরপ্পা সভ্যতায় ঘনকাকৃতির বাটখারা ব্যবহার করা হত । এই বাটখারাগুলির উপাদান ছিল চুনাপাথর ও স্টিয়েটাইট ।
৭৪. সিন্ধু সভ্যতায় ইটভাঁটার নিদর্শন পাওয়া গেছে এমন দুটি কেন্দ্রের নাম লেখ ।
উত্তর ঃ সিন্ধু সভ্যতার কালিবঙ্গান ও লোথালে ইটভাঁটার নিদর্শন পাওয়া গেছে ।
৭৫. হরপ্পায় প্রাপ্ত নৃত্যরত নারীমূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি ?
উত্তর ঃ হরপ্পায় প্রাপ্ত নৃত্যরত নারীমূর্তিটি ব্রোঞ্জ দিয়ে তৈরি ।
৭৬. হরপ্পা সভ্যতার মানুষেরা যেগুলির ব্যবহার জানত না তা হল ঘোড়া , তরবারি এবং লোহা । *
৭৭. হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়া এবং হাতিকে পোষ মানায়নি ।
24mcq
24 mcq
1 Comments
Truly nice information, thanks.
ReplyDelete