সঙ্গম যুগের ইতিহাস । প্রশ্ন ও উত্তর -24mcq

⇨ নমস্কার বন্ধুরা , আজ আমাদের বিষয় দক্ষিণ ভারতে সঙ্গম যুগের সূচনা ও বিকাশ সম্পর্কে । এর মধ্যে থাকবে দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যসমূহ , যেমন - পান্ড্য , চোল , চের । সঙ্গম যুগের বিভিন্ন পর্ব , বিভিন্ন সঙ্গম সাহিত্য , সঙ্গম যুগের প্রশাসনিক , অর্থনৈতিক ও সমাজজীবন ।

১. সঙ্গম যুগ কাকে বলে ? 
উত্তর ঃ ইতিহাসে সঙ্গম সাহিত্যের বিকাশের সময়কালকে  সঙ্গম যুগ বলা হয়ে থাকে ।

২. দাক্ষিণাত্যে কোন রাজ্যটি সবচেয়ে প্রাচীন ছিল ? ***
উত্তর ঃ দাক্ষিণাত্যে পান্ড্য রাজ্যটি ছিল সবচেয়ে প্রাচীন ।

৩. পান্ড্য রাজ্যে মহিলা শাসকের অস্তিত্বের উল্লেখ কার বিবরণ থেকে জানা যায় ? 
উত্তর ঃ মেগাস্থিনিস -এর বিবরণ থেকে জানা যায় পান্ড্য রাজ্যে মহিলা শাসকের অস্তিত্ব ছিল ।

৪. পান্ড্য রাজ্যটি বর্তমানে কোথায় অবস্থিত ? 
উত্তর ঃ পান্ড্য রাজ্যটি বর্তমানে তামিলনাড়ুতে অবস্থিত ।

৫. পান্ড্য রাজ্যের রাজধানী কোথায় ছিল ? *
উত্তর ঃ পান্ড্য রাজ্যের রাজধানী ছিল মাদুরাই

৬. তামিল ভাষায় মাদুরাই কথার অর্থ কী ? 
উত্তর ঃ তামিল ভাষায় মাদুরাই কথার অর্থ হল মথুরা

৭. পান্ড্যদের রাজধানী মাদুরাই থেকে কোথায় স্থানান্তরিত করা হয়েছিল ? 
উত্তর ঃ পান্ড্যদের রাজধানী মাদুরাই কাপাতাপুরমে কোথায় স্থানান্তরিত করা হয়েছিল ।

৮. কোন পান্ড্য রাজা রোমান শাসক অগাস্টাসের কাছে দূত পাঠিয়েছিলেন  ? 
উত্তর ঃ রোমান শাসক অগাস্টাসের কাছে দূত পাঠিয়েছিলেন পান্ড্যরাজ মাদারাঞ্জরাল ইনুনপোরাই

৯. পান্ড্যদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? *
উত্তর ঃ পান্ড্যদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন নেদুনজেলিয়ান


১০. চোল ইতিহাসে 'মহান রাজরাজ' কাকে বলা হয় ? *
উত্তর ঃ চোল ইতিহাসে 'মহান রাজরাজ' বলা হয় চোল রাজা প্রথম রাজরাজ চোল -কে ।

১১. 'চোলামন্ডলম' কোথায় অবস্থিত ? 
উত্তর ঃ পেনার ও ভোলার নদীর মধ্যবর্তী স্থানে এটি অবস্থিত ছিল ।

১২. 'চোলামন্ডলম' বা 'তোন্ডাইমন্ডলম' বলতে কী বোঝায় ? 
উত্তর ঃ 'চোলামন্ডলম' বা 'তোন্ডাইমন্ডলম' বলতে বোঝায় সমগ্র চোল সাম্রাজ্যকে

১৩. চোলদের রাজনৈতিক শক্তির প্রধান উৎস কোথায় ছিল ? 
উত্তর ঃ চোলদের রাজনৈতিক শক্তির প্রধান উৎস ছিল উরাইয়ুর

১৪. চোলদের রাজধানী কোথায় ছিল বলে জানা যায় ? *
উত্তর ঃ কাবেরীপত্তনম ছিল চোলদের রাজধানী ।

১৫. কোন চোল রাজা সিংহল জয় করেছিলেন ? 
উত্তর ঃ চোল রাজা এলারা সিংহল জয় করেছিলেন ।

১৬. চোল যুগের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন ? *
উত্তর ঃ চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কারিকল

১৭. কারিকলের অর্থ কী ? 
উত্তর ঃ কারিকলের অর্থ হল 'দগ্ধিত পা মানুষ' আর সংস্কৃত অর্থ হল 'কালির মৃত্যু' বা 'শত্রুর হাতির মৃত্যু' ।

১৮. চের রাজ্যের রাজধানী কোথায় ছিল ? *
উত্তর ঃ চের রাজ্যের রাজধানীর নাম ভাঞ্জি বা কারুর

১৯. 'উদয়ঞ্জরাল' উপাধি কার ছিল ? 
উত্তর ঃ 'উদয়ঞ্জরাল' উপাধি ছিল চের রাজা নেদুনজারল -এর ।

২০. চের-দের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী ছিল ? 
উত্তর ঃ চের-দের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল সেনাগুত্তভান

২১. 'পাত্তিনি' ধর্মমত কে প্রবর্তন করেছিলেন ? 
উত্তর ঃ 'পাত্তিনি' ধর্মমত প্রবর্তন করেছিলেন চের রাজা সেনাগুত্তভান

২২. সেনাগুত্তভান-এর উপাধি কী ছিল ? 
উত্তর ঃ  সেনাগুত্তভানের উপাধি ছিল 'অধিরাজ' এবং 'ইমায়াভরম্বন'

২৩. 'ইমায়াভরম্বন' কথাটির অর্থ কী ? 
উত্তর ঃ 'ইমায়াভরম্বন' কথাটির অর্থ হল যার সীমানার বিস্তার হিমালয় পর্যন্ত

২৪. 'সঙ্গম' শব্দের সংস্কৃত অর্থ কী ? *
উত্তর ঃ সঙ্গম শব্দের সংস্কৃত অর্থ হল 'সংঘ' বা 'সমিতি'

২৫. তামিল সঙ্গম বলতে কী বোঝায় ? *
উত্তর ঃ তামিল সঙ্গম বলতে বোঝায় চারণ কবিদের সংঘ

২৬. সঙ্গম যুগের সময়কাল উল্লেখ করো ।
উত্তর ঃ ৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে সঙ্গম হিসাবে ধরা হয় ।

২৭. তামিল সঙ্গম কয়টি পর্বে বিকাশ লাভ করেছিল ? 
উত্তর ঃ তামিল সঙ্গম তিনটি পর্বে বিকাশ লাভ করেছিল ।

২৮. তামিল সাহিত্যের স্বর্ণযুগ  কাকে বলা হয় ? 
উত্তর ঃ সঙ্গম যুগকে তামিল সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় ।

২৯. তামিল সাহিত্যের জনক কাকে বলা হয় ? *
উত্তর ঃ তামিল সাহিত্যের জনক বলা হয় অগস্ত্যকে ।

৩০. 'তোলকাপ্পিয়াম' গ্রন্থটি কে লিখেছেন ? *
উত্তর ঃ  'তোলকাপ্পিয়াম' গ্রন্থটি লিখেছেন অগস্ত্য-এর শিষ্য তোলকাপ্পিয়ার  ।


৩১. 'আগাত্তিয়াম' গ্রন্থটি কে রচনা করেছেন ? 
উত্তর ঃ  'আগাত্তিয়াম' গ্রন্থটি রচনা করেছেন আগাত্তিয়ার

৩২. 'তোলকাপ্পিয়াম' গ্রন্থটিতে কয়টি সূত্র রয়েছে ?
উত্তর ঃ 'তোলকাপ্পিয়াম' গ্রন্থটিতে প্রায় ১৬১২ টি সূত্র রয়েছে ।

৩৩. 'মুরুগারুপাদাই' গ্রন্থটি কে লিখেছেন ? *
উত্তর ঃ মুরুগারুপাদাই গ্রন্থটি লিখেছেন নাক্কিরার । 

৩৪. 'সিরুপানারুপাপাদাই' গ্রন্থটি কে লিখেছেন ? 
উত্তর ঃ  'সিরুপানারুপাপাদাই' গ্রন্থটি লিখেছেন নাট্টটানার

৩৫. 'পেরুমবানারুপ্পাদাই' গ্রন্থটি কে লিখেছেন ? 
উত্তর ঃ  'পেরুমবানারুপ্পাদাই' গ্রন্থটি লিখেছেন মাঙ্গুডি মারুদাম

৩৬. 'মাদুরাইকাঞ্জি' গ্রন্থটি কে লিখেছেন ? 
উত্তর ঃ 'মাদুরাইকাঞ্জি' গ্রন্থটি লিখেছেন মাঙ্গুডি মারুদাম । 

৩৭. 'পাত্তিনাপ্পালাই' গ্রন্থটি কে লিখেছেন ? 
উত্তর ঃ  'পাত্তিনাপ্পালাই' গ্রন্থটি লিখেছেন কান্নান । 

৩৮. 'শিলাপ্পাদিকরম' গ্রন্থটি কে লিখেছেন ? *
উত্তর ঃ  'শিলাপ্পাদিকরম' গ্রন্থটি লিখেছেন ইলানগো আদিগাল । 

৩৯. 'তামিল ইলিয়াড' কাকে বলে ? *
উত্তর ঃ  'শিলাপ্পাদিকরম' নামক তামিল গ্রন্থটিকে তামিল ইলিয়াড বলা হয় ।

৪০. 'মনিমেকালাই' গ্রন্থটি কার রচনা ? 
উত্তর ঃ  'মনিমেকালাই' গ্রন্থটি লিখেছেন সাতাল্লাই সাত্তানার । 

24mcq

৪১. 'শিভাগা শিন্দামনি' গ্রন্থটি কার রচনা ? 
উত্তর ঃ এটি জৈন সাধক মানান্নুল -এর রচনা ।

৪২. কোন তামিল গ্রন্থকে 'পঞ্চম বেদ' এবং 'তামিল বাইবেল' বলা হয়ে থাকে ? 
উত্তর ঃ তিরুভাল্লুভার রচিত 'তিরুক্কারাল' গ্রন্থটিকে  'পঞ্চম বেদ' এবং 'তামিল বাইবেল' বলা হয়ে থাকে ।

৪৩. সঙ্গম যুগে রাজসভাগুলি কী নামে পরিচিত ছিল ? 
উত্তর ঃ সঙ্গম যুগে রাজসভাগুলি 'অভই' নামে পরিচিত ছিল ।

৪৪. সঙ্গম যুগে রাজ্যের সর্বোচ্চ বিচারসভাকে কী বলা হত ? 
উত্তর ঃ সঙ্গম যুগে রাজ্যের সর্বোচ্চ বিচারসভাকে 'সভা' বা 'মনরম' বলা হত ।

৪৫. সঙ্গম যুগে রাজারা কী কী নামে অভিহিত হতেন ? 
উত্তর ঃ সঙ্গম যুগে রাজারা 'কো' , 'মান্নাম' , 'ভেন্দান' , 'কোরোভান' ইত্যাদি নামে অভিহিত হতেন ।

৪৬. সঙ্গম যুগে মন্ত্রীরা কী নামে পরিচিত ছিলেন ? 
উত্তর ঃ সঙ্গম যুগে মন্ত্রীরা 'অমইচাচর' নামে পরিচিত ছিলেন ।

৪৭. সঙ্গম যুগে বার্তাবাহককে কী বলা হত ? 
উত্তর ঃ সঙ্গম যুগে বার্তাবাহককে 'দুগর' বলা হত ।

৪৮. সঙ্গম যুগে গুপ্তচরকে কী বলা হত ? *
উত্তর ঃ সঙ্গম যুগে গুপ্তচরকে 'আরার' বলা হত ।


৪৯. পান্ড্য রাজাদের প্রতীক কী ছিল ? 
উত্তর ঃ পান্ড্য রাজাদের প্রতীক ছিল মাছ

৫০. চের রাজাদের প্রতীক কী ছিল ? 
উত্তর ঃ চের রাজাদের প্রতীক ছিল ধনুক । 

৫১. চোল রাজাদের প্রতীক কী ছিল ? *
উত্তর ঃ চোল রাজাদের প্রতীক ছিল বাঘ

৫২. সঙ্গম যুগে সমগ্র রাজ্যকে কী বলা হত ?
উত্তর ঃ সঙ্গম যুগে সমগ্র রাজ্যকে বলা হত মণ্ডলম

৫৩. সঙ্গম যুগে উপকূল সংলগ্ন নগরকে কী বলা হত ? 
উত্তর ঃ সঙ্গম যুগে উপকূল সংলগ্ন নগরকে বলা হত 'পত্তিনম' ।

৫৪. সঙ্গম যুগে বন্দর অঞ্চলকে কী বলা হত ? *
উত্তর ঃ সঙ্গম যুগে বন্দর অঞ্চলকে বলা হত 'পুহর'

৫৫. সঙ্গম যুগের কয়েকটি উল্লেখযোগ্য রাজস্বের নাম লেখ ।
উত্তর ঃ সঙ্গম যুগের কয়েকটি উল্লেখযোগ্য রাজস্ব হল 'করাই' অর্থাৎ ভূমিরাজস্ব , 'ইরাই' অর্থাৎ যুদ্ধ থেকে লুন্ঠিত বা সামন্ত কর্তৃক রাজাকে দেওয়া রাজস্ব ।

৫৬. সঙ্গম যুগে ভূমি পরিমাপের একক কী ছিল ? 
উত্তর ঃ সঙ্গম যুগে ভূমি পরিমাপের একক ছিল 'মাও' বা 'ভেলি'

৫৭. সঙ্গম যুগে শস্য পরিমাপের একক কী ছিল ? 
উত্তর ঃ সঙ্গম যুগে শস্য পরিমাপের একক ছিল 'কোলাম'

৫৮. সঙ্গম যুগে রাজস্ব আদায়কারী ব্যক্তিকে কী বলা হত ? 
উত্তর ঃ সঙ্গম যুগে রাজস্ব আদায়কারী ব্যক্তিকে 'ভেরিয়ার' বলা হত ।

৫৯. সঙ্গম যুগে উৎপাদিত কয়েকটি কৃষিভিত্তিক দ্রব্যের নাম লেখ ।
উত্তর ঃ  চাল , আলু , তুলো , আখ, আদা , গোলমরিচ , হলুদ , এলাচ , দারচিনি প্রভৃতি ছিল সঙ্গম যুগে উৎপাদিত কয়েকটি কৃষিভিত্তিক দ্রব্য ।

৬০. সঙ্গম যুগের পশ্চিম উপকূলের কয়েকটি বন্দরের নাম লেখ ।
উত্তর ঃ সঙ্গম যুগের পশ্চিম উপকূলের কয়েকটি বন্দর হল নউরা , টিন্ডিস , মুজারিস , নেলসিন্ডা

৬১. কাদের সাথে পান্ড্য রাজাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছিল ? 
উত্তর ঃ রোমানদের সাথে পান্ড্য রাজাদের ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছিল ।

৬২. তামিলদের তিনটি মহাকাব্যের নাম লেখ ।
উত্তর ঃ তামিলদের তিনটি মহাকাব্য হল শিলাপ্পাদিকরম , মনিমেকালাই , শিভাগা শিন্দামনি

৬৩. উরাইয়ুর নামক স্থানটি কোন কারনে বিখ্যাত ? *
উত্তর ঃ কার্পাস বানিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে উরাইয়ুর নামক স্থানটি বিখ্যাত ।

৬৪. কার আহ্বানে প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তর ঃ অগস্ত্য -এর আহ্বানে প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল ।

৬৫. সঙ্গম যুগের কোন কবি নিজের কবিতায় নন্দ এবং মৌর্য বংশের উল্লেখ করেছেন ? 
উত্তর ঃ সঙ্গম যুগের কবি মামননার তার নিজের কবিতায় নন্দ এবং মৌর্য বংশের উল্লেখ করেছেন ।

৬৬. সঙ্গম যুগে কে তামিল ভাষায় মহাভারত রচনা করেছেন ? 
উত্তর ঃ পেরুনদেভানার সঙ্গম যুগে তামিল ভাষায় মহাভারত রচনা করেছেন ।

৬৭. কোনটি সঙ্গম সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ? 
উত্তর ঃ তোলকাপ্পিয়াম নামক গ্রন্থটি সঙ্গম সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ।

৬৮. সঙ্গম যুগে কোন কবিগোষ্ঠীর রচনার বিষয় ছিল প্রেম ? 
উত্তর ঃ সঙ্গম যুগে 'আগম' নামক কবিগোষ্ঠীর রচনার বিষয় ছিল প্রেম ।

৬৯. সঙ্গম যুগে 'অ্যানথোলজি'-র সংখ্যা কয়টি ছিল ? 
উত্তর ঃ সঙ্গম যুগে 'অ্যানথোলজি'-র সংখ্যা ছিল টি ।

৭০. 'ভালো চের' বা 'লাল চের' কাকে বলা হত ? *
উত্তর ঃ সেনাগুত্তভান -কে  'ভালো চের' বা 'লাল চের' বলা হত ।

৭১. কোন রাজা কেন্নির যুদ্ধে ১১ জন রাজাকে পরাজিত করেছিলেন ? 
উত্তর ঃ চোল বংশের রাজা কারিকল কেন্নির যুদ্ধে ১১ জন রাজাকে পরাজিত করেছিলেন ।

৭২. পুহর নগর কে নির্মাণ করেছিলেন ? *
উত্তর ঃ পুহর নগর নির্মাণ করেছিলেন কারিকল


৭৩. কে রামায়নের তামিল অনুবাদ করেছিলেন ? *
উত্তর ঃ কম্বন রামায়নের তামিল অনুবাদ করেছিলেন ।

৭৪. দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল ? *
উত্তর ঃ  দক্ষিণ ভারতের চোল রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল ।

৭৫. বঙ্গোপসাগরকে কোন চোল রাজা 'চোল হ্রদ' -এ পরিণত করেছিলেন ? 
উত্তর ঃ বঙ্গোপসাগরকে 'চোল হ্রদ' -এ পরিণত করেছিলেন চোল রাজা প্রথম রাজেন্দ্র

৭৬. বাংলা জয় করেছিলেন কোন চোল রাজা ? 
উত্তর ঃ প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন ।

৭৭. তৃতীয় সঙ্গম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? 
উত্তর ঃ আরিকামেডু -তে তৃতীয় সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল ।

৭৮. 'আগানানুরু' কবিতার বিষয়বস্তু কী ছিল ? 
উত্তর ঃ  'আগানানুরু' কবিতার বিষয়বস্তু ছিল প্রেম

৭৯. সঙ্গম যুগের কয়েকটি শহরের নাম লেখ ? 
উত্তর ঃ সঙ্গম যুগের কয়েকটি শহর হল মাদুরাই , পুহর , তোন্ডি , মুজুরিস , কাঞ্চি , উরাইয়ুর , ভানজি প্রভৃতি । 

৮০. সঙ্গম যুগে কোন কোন দেবতার প্রভাব লক্ষ্য করা যায় ? 
উত্তর ঃ সঙ্গম যুগে সূর্য , শিব , বিষ্ণু , বলরাম , কৃষ্ণ , মুরুগান প্রভৃতি দেবতার প্রভাব লক্ষ্য করা যায় । 
24mcq
24 mcq

Post a Comment

0 Comments