ষোড়শ মহাজনপদ -এর প্রশ্ন ও উত্তর - 16 Mahajanapadas Question and answer in Bengali - 24mcq

১. জনপদ কাকে বলে ? 

উত্তর ঃ বৈদিক যুগের প্রথম দিকে কিছু ক্ষুদ্র আয়তনের রাষ্ট্র গড়ে উঠতে দেখা যায় যাদের জনপদ বলা হত ।


২. মহাজনপদ কাকে বলে ? 

উত্তর ঃ জনপদগুলি যখন ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়িয়ে আয়তন বৃদ্ধি করে তখন জনপদগুলি মহাজনপদে পরিণত হয় ।


৩. কতগুলি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় ? 

উত্তর ঃ ১৬ টি মহাজনপদের উল্লখ পাওয়া যায় ।


৪. কোন কোন গ্রন্থ থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গড়ে ওঠা মহাজনপদগুলি সম্পর্কে জানা যায় ? *

উত্তর ঃ জৈন গ্রন্থ 'ভাগবতী সুত্র' এবং বৌদ্ধ গ্রন্থ 'অঙ্গুত্তরনিকায়' প্রভৃতি থেকে মহাজনপদগুলি সম্পর্কে জানা যায় ।


৫. ১৬ টি মহাজনপদের নাম ও তাদের তৎকালীন রাজধানীর নাম নীচে তালিকার মাধ্যমে দেওয়া হল ঃ

মহাজনপদ

রাজধানীর নাম

কাশী

বারানসি ( বরণা নদীর তীরে অবস্থিত )

কোশল

শ্রাবস্তী

অঙ্গ

চম্পা ( চম্পা নদীর তীরে অবস্থিত )

মগধ

রাজগৃহ / গিরিব্রজ

বৃজি

বৈশালী

মল্ল

কুশীনগর

চেদি

শুক্তিমতী

বৎস

কোশাম্বী

মৎস্

বিরাটনগর

শূরসেন

মথুরা ( যমুনা নদীর তীরে অবস্থিত )

কুরু

ইন্দ্রপ্রস্থ বা হস্তিনাপুর

পাঞ্চাল

 অহিচ্ছত্র ছিল পাঞ্চালের উত্তরের রাজধানী এবং দক্ষিণের রাজধানী ছিল কাম্পিল

অস্মক

পোতানা বা পোতালি

অবন্তী

উত্তরের রাজধানী উজ্জয়িনী , দক্ষিণের রাজধানী মহিষ্মতী  

গান্ধার

তক্ষশীলা

কম্বোজ

রাজপুর


 ৬. কাশী কোন শিল্পের উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র ছিল ? 

উত্তরঃ কার্পাস শিল্পের অন্যতম বাণিজ্যকেন্দ্র ছিল কাশী ।


৭. মনুসংহিতায় মল্লদের কী বলে অভিহিত করা হয়েছে ? *

উত্তর ঃ মনুসংহিতায় মল্লদের 'ব্রাত্যক্ষত্রিয়' বলা হয়েছে ।  


৮. গ্রিকদের বর্ণনায় অস্মকদের কী বলা হয়েছে ? **

উত্তর ঃ গ্রিকদের বর্ণনায় অস্মকদের 'অস্মকেনেস' বলা হয়েছে । 


৯. 'চন্ডপ্রদ্যোৎ' কাকে বলা হয় ? **

উত্তর ঃ অবন্তীর রাজা প্রদ্যোত-কে 'চন্ডপ্রদ্যোৎ' বলা হয় ।


১০. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ***

উত্তর ঃ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার


১১. বিম্বিসারের উপাধি কী ছিল ?**

উত্তর ঃ বিম্বিসারের উপাধি ছিল ' শ্রেণিক '


১২. বিম্বিসার কোন ধর্ম গ্রহণ করেছিলেন ? 

উত্তর ঃ বিম্বিসার বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন ।


১৩. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ? *

উত্তর ঃ বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ


১৪. বিম্বিসারের চারজন স্ত্রীর নাম লেখ ? *

উত্তর ঃ (ক) বিম্বিসারের প্রথম স্ত্রী ছিলেন কোশলরাজ প্রসেনজিতের বোন কোশলদেবী  (খ) বৈশালীর লিচ্ছবি শাসক চেতকের কন্যা চেল্লনা ছিলেন বিম্বিসারের দ্বিতীয় স্ত্রী  (গ) বিদেহ রাজকন্যা বৈদেহী ছিলেন বিম্বিসারের তৃতীয় স্ত্রী  (ঘ) বিম্বিসারের চতুর্থ স্ত্রী ছিলেন মদ্র রাজকন্যা খেমা


১৫. অজাতশত্রু কবে সিংহাসনে বসেন ? 

উত্তর ঃ ৪৯৩ খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু তাঁর পিতা বিম্বিসারকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন ।


১৬. অজাতশত্রু কী উপাধি গ্রহণ করেছিলেন ? *

উত্তর ঃ অজাতশত্রুর উপাধি ছিল 'কুনিক'


১৭. অজাতশত্রু কোন বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন ? 

উত্তর ঃ অজাতশত্রু তাঁর রাজধানী গিরিব্রজে প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন ।


১৮. অজাতশত্রুর মৃত্যুর পর মগধের রাজা কে হয়েছিলেন ? 

উত্তর ঃ অজাতশত্রুর মৃত্যুর পর তাঁর পুত্র উদয়ভদ্র বা উদয়িন মগধের রাজা হয়েছিলেন ।


১৯. কোন রাজা মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে নিয়েছিলেন ? ***

উত্তর ঃ উদয়িন বা উদয়ভদ্রের আমলে মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল ।


২০. হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ? *

উত্তর ঃ হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগদশক


২১. শৈশুনাগ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন ? *

উত্তর ঃ নাগদশক -কে হত্যা করে তাঁর মন্ত্রী শিশুনাগ মগধে শৈশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন ।


২২. মগধের রাজধানী কে বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন ? 

উত্তর ঃ শিশুনাগ মগধের রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করেছিলেন ।


২৩. শিশুনাগের মৃত্যুর পর মগধের রাজা কে হয়েছিলেন ?  

উত্তর ঃ পিতা শিশুনাগের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেছিলেন তাঁর পুত্র কালাশোক বা কাকবর্ণ ।


২৪. কোন রাজা দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন ?

উত্তর ঃ কালাশোক বা কাকবর্ণ দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন বৈশালীতে ।


২৫. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ? *

উত্তর ঃ মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠা করেছিলেন ।


২৬. মহাপদ্মনন্দ কী উপাধি নিয়েছিলেন ? **

উত্তর ঃ মহাপদ্মনন্দ 'সর্বক্ষত্রান্তক' , 'দ্বিতীয় পরশুরাম' , 'একরাট' প্রভৃতি উপাধি নিয়েছিলেন ।


২৭. উগ্রসেন কাকে বলা হত ? ***

উত্তর ঃ মহাপদ্মনন্দকে উগ্রসেন বলা হত ।


২৮. উগ্রসৈন্য কাকে বলা হত ? *

উত্তর ঃ মহাপদ্মনন্দের কনিষ্ঠ পুত্র ধননন্দকে উগ্রসৈন্য বলা হত ।


২৯. নন্দবংশের কোন রাজার আমলে গ্রিকবীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ? 

উত্তর ঃ ধননন্দের আমলে গ্রিকবীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ।


৩০. নন্দবংশের শেষ রাজার নাম কী ? *

উত্তর ঃ নন্দবংশের শেষ রাজার নাম হল ধননন্দ


৩১. কোন লিপির অনুকরণে ভারতের খরোষ্ঠী লিপি ডান থেকে বামদিকে লেখা ? 

উত্তর ঃ পারসিকদের অ্যারামীয় লিপির অনুকরণে ।


৩২. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন ? *

উত্তর ঃ আলেকজান্ডার ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু অতিক্রম করে ভারত আক্রমণ করেছিলেন ।

 

৩৩. আলেকজান্ডার কাকে পরাজিত করে ভারতে গ্রিক আধিপত্যের সূচনা করেছিলেন ।

উত্তর ঃ অ্যাকিমিনীয় সম্রাট তৃতীয় দারায়ুস-কে পরাজিত করে আলেকজান্ডার ভারতে গ্রিক আধিপত্যের সূচনা করেছিলেন ।


৩৪. আলেকজান্ডারের কাছে বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেছিলেন এমন একজন তক্ষশীলার রাজার নাম লেখ ? 

উত্তর ঃ আলেকজান্ডারের কাছে বিনা যুদ্ধে বশ্যতা স্বীকার করেছিলেন তক্ষশীলার রাজা অম্ভি


৩৫. হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ? *

উত্তর ঃ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও আলেকজান্ডারের মধ্যে এই যুদ্ধ হয়েছিল ।


৩৬. হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ? *

উত্তর ঃ ঝিলম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল । এই যুদ্ধে পুরুর পরাজয় হয়েছিল । 


৩৭. কবে এবং কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল ? *

উত্তর  ঃ ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে যাওয়ার পথে গ্রিকবীর আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল ।


৩৮. ধননন্দ গ্রিকদের কাছে কী নামে পরিচিত ছিলেন ? 

উত্তর ঃ ধননন্দ গ্রিকদের কাছে উগ্রসৈন্য বা জ্যান্ড্রাসেস বা অ্যাগ্রামেস নামে পরিচিত ছিলেন ।


৩৯. কার বর্ণনা থেকে হিদাসপিসের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানা যায় ?

উত্তর ঃ অ্যারিয়ানের বর্ণনা থেকে হিদাসপিসের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানা যায় ।


৪০. কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল ? **

উত্তর ঃ বৃজি ও মল্ল নামক মহাজনপদ ছিল প্রজাতান্ত্রিক ।


৪১. কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল ? ***

উত্তর ঃ অস্মক নামক মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল ।


৪২. মহাজনপদের যুগে এলাহাবাদ কী নামে পরিচিত ছিল ? 

উত্তর ঃ মহাজনপদের যুগে এলাহাবাদ বৎস নামে পরিচিত ছিল ।


৪৩. মহাজনপদের যুগে বর্তমান দিল্লী কী নামে পরিচিত ছিল ?

উত্তর ঃ মহাজনপদের যুগে বর্তমান দিল্লী কুরু নামে পরিচিত ছিল  ।


৪৪. মহাজনপদের যুগে বর্তমান বারানসি কী নামে পরিচিত ছিল ? 
উত্তর ঃ মহাজনপদের যুগে বর্তমান বারানসি কাশী নামে পরিচিত ছিল ।

৪৫. পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতার ফলে শেষপর্যন্ত কোন মহাজনপদটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ? 
উত্তর ঃ পারস্পারিক প্রতিদ্বন্দ্বিতায় মগধ নামক মহাজনপদটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল ।

৪৬. কে মগধ নামক মহাজনপদটি প্রতিষ্ঠা করেছিলেন ? **
উত্তর ঃ মগধের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মদত্ত

৪৭. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ছিল ? 
উত্তর ঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্যের নাম ছিল বৈশালী

৪৮. তক্ষশীলা কোন কোন নদীর মধ্যে অবস্থিত ? 
উত্তর ঃ সিন্ধু ও ঝিলম নদীর মধ্যে তক্ষশীলা অবস্থিত । 

৪৯. মগধের কোন শাসক কাশী ও কোশলের ওপর রথমুশল ও মহাশিলাকন্টক দ্বারা চূড়ান্ত আঘাত হেনেছিলেন ? 
উত্তর ঃ অজাতশত্রু কাশী ও কোশলের ওপর রথমুশল ও মহাশিলাকন্টক দ্বারা চূড়ান্ত আঘাত হেনেছিলেন ।

৫০. পারস্যের অ্যাকিমিনীয় রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
উত্তর ঃ পারস্যের অ্যাকিমিনীয় রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস

24mcq

Post a Comment

0 Comments