নবম শ্রেণির সপ্তম অধ্যায় 'জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ' থেকে প্রথম পার্টের ২ মার্কের প্রশ্নগুলি নীচে তুলে ধরা হল -
১. জাতিসংঘের উদ্দেশ্য লেখ।
উত্তর ঃ (ক) জাতিসংঘের রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে আলোচনা করে আন্তর্জাতিক বিবাদের মিমাংসা করবে। (খ) ন্যায় ও সততার পথে থেকে রাষ্ট্রগুলি পারস্পারিক সম্পর্ক বজায় রাখবে। (গ) আন্তর্জাতিক আইন, চুক্তি ইত্যাদি সকল দেশ সঠিক ভাবে মেনে চলবে। (ঘ) বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবে। (ঙ) অবহেলিতদের স্বার্থ বজায় রাখবে।
২. জাতিসংঘের সাফল্যের উদাহরণ লেখ।
উত্তর ঃ (ক) জার্মানি-পোল্যান্ড, ইঙ্গ-মিশর প্রভৃতি দেশের মধ্যেকার মিমাংসা দুর করে। (খ) বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জেনেভা প্রোটোকল, লোকার্ণো চুক্তি প্রভৃতি সম্পাদন করে।
৩. কে, কবে জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর ঃ আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন ২৮ এপ্রিল, ১৯১৯।
৪. জাতিসংঘের অঙ্গগুলি কি কি ছিল?
উত্তর ঃ সাধারণ সভা, লিগ পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, সচিবালয় প্রভৃতি।
৫. কবে কাদের মধ্যে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির উদ্দেশ্য কি ছিল?
উত্তর ঃ মার্কিন স্বরাষ্ট্রসচিব ফ্রাঙ্ক কেলগ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরিস্তিদ ব্রিয়াঁ-র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মিমাংসা করা।
৬. কবে এবং কেন জাপান জাতিসংঘ ত্যাগ করেছিল?
উত্তর ঃ ১৯৩২ খ্রিস্টাব্দে জাপান অন্যায়ভাবে চিনের মাঞ্চুরিয়া দখল করলে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে। এর প্রতিবাদে জাপান ১৯৩৩ সালে জাতিসংঘ ত্যাগ করে।
৭. লিগ-অব-নেশনস -এর বয্রথতারম দুটি কারণ উল্লেখ করো।
উত্তর ঃ প্রথমত, ১৯৩২ সালে জাপান চিনের মাঞ্চুরিয়া দখল করলে জাতিসংঘ জাপানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দ্বিতীয়ত, ১৯৩৫ সালে ইতালি অ্যাবিসিনিয়া আক্রমণ করলে এক্ষেত্রেও জাতিসংঘ নীরব ছিল।
৮. জাতিসংঘের জনক কাকে বলা হয়? এর প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর ঃ জাতিসংঘের জনক বলা হয় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমণ্ড।
৯. জাতিসংঘের উদ্যোগে কবে এবং কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এই সম্মেলনে কয়টি দেশ যোগদান করেছিল?
উত্তর ঃ ফেব্রুয়ারি, ১৯৩২ সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের উদ্যোগে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে মোট ৬১ টি দেশ অংশগ্রহণ করেছিল।
১০. জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে চোদ্দদফা দাবির কি ভূমিকা ছিল?
উত্তর ঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তার চোদ্দদফা শর্তের ভিত্তিতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলেছিলেন। যা থেকে শেষপর্যন্ত 'জাতিসংঘ' গঠিত হয়েছিল।
১১. জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল?
উত্তর ঃ ১৯৩২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে জার্মানির তরফ থেকে হিটলার দাবি জানায় যে, জার্মানিকে সামরিক শক্তি বাড়ানোর অনুমতি দেওয়া লাগবে অথবা বিশ্বের অন্যান্য দেশের সামরিক শক্তি কমিয়ে জার্মানির সমান করতে হবে, কিন্তু জার্মানির এই প্রস্তাবে ফ্রান্স খুশি হয়নি। তাই শেষপর্যন্ত জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
১২. জেনেভা প্রোটোকলের উদ্দেশ্য লেখ।
উত্তর ঃ ১৯২৪ খ্রিস্টাব্দে লিগের সাধারণ সভায় গ্রিস ও চেকোস্লোভাকিয়ার প্রতিনিধিরা একটি দলিল পেশ করেছিল যাকে 'আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা খসড়া চুক্তি' বা জেনেভা প্রোটোকল বলা হয়। এই প্রোটোকলের উদ্দেশ্য ছিল - জাতিসংঘের ত্রুটি দুর করে যৌথ নিরাপত্তা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আক্রমণাত্মক যুদ্ধগুলিকে আন্তর্জাতিক অপরাধ বলে গণ্য করা হয়। আন্তর্জাতিক আইনগুলির ব্যাখ্যার সময় কোন মতপার্থক্য দেখা দিলে তা আন্তর্জাতিক বিচারালয়ের সামনে তুলে ধরা।
১৩. জাতিসংঘের বৈশিষ্ট্য লেখ।
উত্তর ঃ (ক) আন্তর্জাতিক বিরোধগুলি আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলা। (খ) আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যকার বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা।
১৪. কতগুলি দেশ মিলে জাতিসংঘ শুরু হয়েছিল? জাতিসংঘ কয়টি মুখ্য সংস্থা নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর ঃ ৪২ টি দেশ মিলে জাতিসংঘ শুরু হয়েছিল। জাতিসংঘ মূলত ৫ টি মুখ্য সংস্থা নিয়ে গঠিত হয়েছিল।
১৫. জাতিসংঘের একটি দুর্বলতা লেখ।
উত্তর ঃ কিছু বৃহৎ শক্তি জাতিসংঘে তাদের নাম লেখায়নি আবার কিছু বৃহৎ শক্তি তাদের নাম জাতিসংঘ থেকে ফিরিয়ে নিয়েছিল। যার ফলে জাতিসংঘ দুর্বল হয়ে পড়েছিল এবং জাতিসংঘ কোন বড়ো পদক্ষেপ নিতে পারেনি।
আরও পড়ুন ঃ
0 Comments