মৌর্য সাম্রাজ্যের ইতিহাস꘡Mauryan Empire History MCQ - 24mcq

👉 মৌর্য সাম্রাজ্যের ইতিহাস ঃ - 24mcq꘡

১. অর্থশাস্ত্র কে রচনা করেন ? 
উত্তর ঃ অর্থশাস্ত্র রচনা করেছেন কৌটিল্য বা চাণক্য

২. মুদ্রারাক্ষস কে রচনা করেছেন ? 
উত্তর ঃ মুদ্রারাক্ষস রচনা করেছেন বিশাখদত্ত

৩. পতঞ্জলির লেখা গ্রন্থের নাম কী ? 
উত্তর ঃ পতঞ্জলির লেখা গ্রন্থের নাম হল 'মহাভাষ্য'

৪. 'ইন্ডিকা' গ্রন্থটি কে রচনা করেছেন ? 
উত্তর ঃ ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন গ্রিক দূত মেগাস্থিনিস

৫. 'এপিটোম' গ্রন্থটি কে রচনা করেছেন ? 
উত্তর ঃ এপিটোম গ্রন্থটি রচনা করেছেন জাস্টিন


৬. চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল উল্লেখ করো ।
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন ।

৭. চন্দ্রগুপ্ত মৌর্য  নন্দবংশের কোন রাজাকে পরাজিত করে সিংহাসনে বসেছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মগধের সিংহাসনে বসেছিলেন ।

৮. 'মুদ্রারাক্ষসে' চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলে অভিহিত করা হয়েছে ? 
উত্তর ঃ  'মুদ্রারাক্ষসে' চন্দ্রগুপ্ত মৌর্যকে 'বৃশল' বা 'কূলহীন' বলা হয়েছে ।

৯. চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের সন্তান ? 
উত্তর ঃ মহাপরিনির্বাণসূত্র থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন পিপ্পলিবনের 'মোরিয়' নামক এক ক্ষত্রিয় বংশের সন্তান । 

১০. সেলুকাস কাকে দূত হিসাবে চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন ?
উত্তর ঃ সেলুকাস মেগাস্থিনিস-কে দূত হিসাবে চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন ।

১১. আলেকজান্ডারের সেনাপতির নাম কী ছিল ?
উত্তর ঃ আলেকজান্ডারের সেনাপতির নাম ছিল সেলুকাস

১২. চন্দ্রগুপ্ত মৌর্য কবে সেলুকাসের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করেছিলেন ? 
উত্তর ঃ ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকবীর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করেছিলেন ।

১৩. চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষরিত করে কোন কোন অঞ্চল লাভ করেছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের সাথে মৈত্রীচুক্তি স্বাক্ষরিত করে কাবুল , কান্দাহার ও মাকরান -এই তিনটি অঞ্চল লাভ করেছিলেন ।

১৪. চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতের কোন কোন অঞ্চল জয় করেছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতের কর্ণাটকের চিতলদুর্গ , তামিলনাড়ুর তিনেভেলি অঞ্চল জয় করেছিলেন ।

১৫. সৌরাষ্ট্র চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যভুক্ত ছিল -এটি কোথা থেকে জানা যায় ? 
উত্তর ঃ শক শাসক রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে এই কথা জানা যায় ।

১৬. কবে এবং কোথায় চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যু হয়েছিল ? 
উত্তর ঃ আনুমানিক ৩০০ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মহীশূরের 'শ্রবনবেলগোলায়' শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

১৭. সম্রাট অশোককে কোথায় অশোকা বলা হয়েছে ? 
উত্তর ঃ সম্রাট অশোককে মাস্কি ও গুজ্জার লেখতে 'অশোকা' বলা হয়েছে ।

১৮. বিন্দুসারের শাসনকাল লেখ । 
উত্তর ঃ বিন্দুসার ৩০০ থেকে ২৭৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন । 

১৯. বিন্দুসার কার পুত্র ছিলেন ? 
উত্তর ঃ বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ।

২০. বিন্দুসার কী উপাধি গ্রহণ করেছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার 'অমিত্রাঘাত' উপাধি নিয়েছিলেন ।

২১. মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কী ? 
উত্তর ঃ মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসকের নাম ছিল সম্রাট অশোক

২২. অশোক কবে সিংহাসনে বসেছিলেন ? 
উত্তর ঃ ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে পিতা বিন্দুসারের মৃত্যুর পর তাঁর সন্তান অশোক মগধের সিংহাসনে বসেছিলেন ।

২৩. অশোকের রাজ্যাভিষেক কবে ঘটেছিল ? 
উত্তর ঃ ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের রাজ্যাভিষেক ঘটেছিল ।

২৪. সিংহাসনে আরোহণের আগে অশোক কী নামে পরিচিত ছিলেন ? 
উত্তর ঃ সিংহাসনে আরোহণের আগে অশোক 'চন্ডাশোক' নামে পরিচিত ছিলেন ।

২৫. অশোকের দ্বারা প্রচারিত অনুশাসনগুলি কী কী ছিল ? 
উত্তর ঃ অশোকের দ্বারা প্রচারিত অনুশাসনগুলি ছিল - (ক) ১৪ টি মুখ্য গিরিশাসন  (খ) ৭ টি মুখ্য স্তম্ভশাসন  (গ) ২ টি গৌণ গিরিশাসন  (ঘ) ২ টি পৃথক গিরিশাসন  (ঙ) ১ টি গৌণ স্তম্ভশাসন  (চ) ২ টি স্তম্ভলেখ ।

২৬. মাস্কি লেখতে অশোককে কী বলা হয়েছে ? 
উত্তর ঃ মাস্কি লেখতে অশোককে 'দেবনাং পিয় পিয়দসি' বলা হয়েছে ।

২৭. সম্রাট অশোক সম্পর্কে জানার জন্য প্রধান উৎসগুলি কী ? 
উত্তর ঃ  সম্রাট অশোক সম্পর্কে জানার জন্য প্রধান উৎসগুলি হল তাঁর অনুশাসনসমূহ

২৮. কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল ? 
উত্তর ঃ ২৬১ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল ( মতান্তরে ২৬০ ) , অশোকের রাজ্যাভিষেকের অষ্টমবর্ষে ( মতান্তরে নবমবর্ষে ) ।

২৯. কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন ? 
উত্তর ঃ কলিঙ্গ যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ।

৩০. কলিঙ্গ যুদ্ধের পরে অশোক কী নামে অভিহিত হতেন ? 
উত্তর ঃ কলিঙ্গ যুদ্ধের পরে অশোক 'চন্ডাশোক' থেকে 'ধর্মাশোক'-নামে অভিহিত হতেন ।

24mcq

 ৩১. অশোকের যুদ্ধনীতি কী নামে পরিচিত ছিল ? 
উত্তর ঃ অশোকের যুদ্ধনীতি 'ভেরিঘোষ' নামে পরিচিত ছিল । কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের ভেরিঘোষ ধম্মঘোষে পরিণত হয়েছিল ।

৩২. বিদেশে বৌদ্ধধর্ম প্রচারকে অশোক কী বলে আখ্যা দিয়েছিলেন ? 
উত্তর ঃ বিদেশে বৌদ্ধধর্ম প্রচারকে অশোক 'ধম্মবিজয়' বলে আখ্যায়িত করেছিলেন ।

৩৩. ধর্মপ্রচারের জন্য অশোক কী কী পদের সৃষ্টি করেছিলেন ? 
উত্তর ঃ ধর্মপ্রচারের জন্য অশোক যুত , ধর্মমহামাত্র , স্ত্রীমহামাত্র , রাজুক , পুরুষ , প্রতিবেদক প্রভৃতি পদের সৃষ্টি করেছিলেন ।

৩৪. ধর্মপ্রচারের জন্য অশোক মহাধর্মরক্ষিত -কে কোথায় পাঠিয়েছিলেন ? 
উত্তর ঃ ধর্মপ্রচারের জন্য অশোক মহাধর্মরক্ষিত -কে মহারাষ্ট্রে পাঠিয়েছিলেন ।

৩৫. ধর্মপ্রচারের জন্য অশোক ধর্মরক্ষিত -কে কোথায় পাঠিয়েছিলেন ? 
উত্তর ঃ ধর্মপ্রচারের জন্য অশোক ধর্মরক্ষিত -কে উত্তর কর্ণাটকে পাঠিয়েছিলেন ।

৩৬. ধর্মপ্রচারের জন্য অশোক মহারক্ষিত -কে কোথায় পাঠিয়েছিলেন ? 
উত্তর ঃ ধর্মপ্রচারের জন্য অশোক মহারক্ষিত -কে সিরিয়া , মিশর ইত্যাদি স্থানে পাঠিয়েছিলেন ।

৩৭. ধর্মপ্রচারের জন্য অশোক নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা -কে কোথায় পাঠিয়েছিলেন ? 
উত্তর ঃ ধর্মপ্রচারের জন্য অশোক নিজ পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা -কে সিংহলে পাঠিয়েছিলেন ।

৩৮. কে কোথায় তৃতীয় বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক তাঁর রাজধানী পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন ।

৩৯. অশোক তাঁর ধম্মে কোন কোন বিষয়গুলি চর্চা করতে বলেন ?
উত্তর ঃ অশোক তাঁর ধম্মে অপাসিনবে অর্থাৎ পাপ কর্ম থেকে বিরত থাকা , বহু কথানে অর্থাৎ বহু কল্যাণ কর্ম করা , দান , দয়া , সোচয়ে অর্থাৎ শুচিতা ভাব বজায় রাখা ইত্যাদি বিষয়গুলির চর্চা করতে বলেন ।

৪০. অশোকের ধম্ম অনুযায়ী কোন কোন বিষয়গুলি পরিহার করা উচিত ? 
উত্তর ঃ অশোকের ধম্ম অনুযায়ী চন্ডতা , ক্রোধ , গর্ব , নিষ্ঠুরতা , ঈর্ষা ইত্যাদি পরিহার করা উচিত ।

৪১. ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কার সৃষ্টি ? 
উত্তর ঃ এটি সম্রাট অশোকের সৃষ্টি ।

৪২. কে বলেছেন যে 'অশোক ছিলেন মানব জাতির প্রথম ধর্মগুরু' ? 
উত্তর ঃ 'অশোক ছিলেন মানব জাতির প্রথম ধর্মগুরু' -একথা বলেছেন ঐতিহাসিক স্মিথ

৪৩. অশোকের কততম মুখ্য অনুশাসন থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় ? 
উত্তর ঃ ত্রয়োদশ মুখ্য গিরিশাসন থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায় ।

৪৪. মৌর্য যুগে রাজাকে কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে রাজাকে 'রাজন' বলা হত ।

৪৫. মৌর্য যুগে সচিব বা অমাত্যদের মধ্যে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেইসব ব্যক্তিদের কী বলা হত? 
উত্তর ঃ মৌর্য যুগে সচিব বা অমাত্যদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের 'মন্ত্রিণ' বলা হত ।

৪৬. মৌর্য যুগে মন্ত্রীপরিষদের মূল কাজ কী ছিল ? 
উত্তর ঃ মৌর্য যুগে মন্ত্রীপরিষদের মূল কাজ ছিল জরুরি অবস্থায় রাজাকে পরামর্শ প্রদান করা । 

৪৭. মৌর্য যুগে রাজস্ব বিভাগের অধ্যক্ষকে কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে  রাজস্ব বিভাগের অধ্যক্ষকে 'সমাহর্তা' বলা হত ।


৪৮.  মৌর্য যুগে রাজকোষের অধ্যক্ষকে কী বলা হত ? 
উত্তর ঃ  মৌর্য যুগে রাজকোষের অধ্যক্ষকে 'সন্নিধাতা' বলা হত ।

৪৯. মৌর্য যুগে দ্বাররক্ষীরা কোন পদের অধিকারী ছিলেন ? 
উত্তর ঃ মৌর্য যুগে দ্বাররক্ষীরা দৌবারিক পদের অধিকারী ছিলেন ।

৫০. অর্থশাস্ত্র অনুসারে মৌর্য যুগে কত ধরনের গুপ্তচর ছিলেন ? 
উত্তর ঃ অর্থশাস্ত্র অনুসারে মৌর্য যুগে দু-ধরনের গুপ্তচর ছিলেন । যথা- (ক) সংস্থান  (খ) সঞ্চরা

৫১. মৌর্য যুগে জনসাধারণকে কী কী কর দিতে হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে জনসাধারণকে ভাগ , বলি , প্রণয় কর এছাড়া পথকর , জলকর , গৃহকর ইত্যাদি দিতে হত ।

৫২. চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবিভাগ কয়টি ভাগে বিভক্ত ছিল ও কী কী ? 
উত্তর ঃ গ্রিক বর্ণনা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাবিভাগ ছটি ভাগে বিভক্ত ছিল । (ক)     পদাতিক  (খ) অশ্ববাহিনী  (গ) হস্তীবাহিনী (ঘ) নৌবাহিনী  (ঙ) যুদ্ধরথ বাহিনী  (চ) রসদ ও যানবাহন বাহিনী ।

৫৩. মৌর্য যুগে কত ধরনের বিচারালয় ছিল বলে জানা যায় ? 
উত্তর ঃ অর্থশাস্ত্র থেকে জানা যায় যে মৌর্য যুগে দু-ধরনের বিচারালয় ছিল । যথা - (ক) ধর্মাস্থীয়  (খ) কন্টকশোধন

৫৪. মৌর্য যুগে কারাবিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে কারাবিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রশান্তা বলা হত ।

৫৫. মৌর্য যুগে সীমান্ত অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যক্তিকে কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে সীমান্ত অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যক্তিকে অন্তমহামাত্র বলা হত ।

৫৬. মৌর্য সাম্রাজ্য কয়টি প্রদেশে ভাগ করা ছিল যখন চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট ছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে মৌর্য সাম্রাজ্য চারটি প্রদেশে বিভক্ত ছিল বলে জানা যায় ।

৫৭. মৌর্য যুগে গ্রামের শাসককে কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে গ্রামের শাসককে গ্রামিক বলা হত ।

৫৮. মৌর্য যুগে জেলার প্রশাসনিক কর্মচারীদের কী বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে জেলার প্রশাসনিক কর্মচারীদের 'অ্যাগ্রোনময়' বলা হত ।

৫৯. কে মৌর্য শাসনব্যবস্থাকে 'সীমাহীন স্বৈরতন্ত্র' বলে আখ্যা দিয়েছেন ? 
উত্তর ঃ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ  মৌর্য শাসনব্যবস্থাকে 'সীমাহীন স্বৈরতন্ত্র' বলে আখ্যা দিয়েছেন ,

৬০. মৌর্য যুগে রাজার আয়ের প্রধান উৎস কী ছিল ? 
উত্তর ঃ মৌর্য যুগে রাজার আয়ের প্রধান উৎস ছিল ভূমিরাজস্ব

৬১. মৌর্য যুগের একটি উল্লেখযোগ্য মুদ্রার নাম লেখ ।
উত্তর ঃ মৌর্য যুগের একটি উল্লেখযোগ্য মুদ্রা ছিল 'পান' নামক রৌপ্য মুদ্রা ।

৬২. মৌর্য যুগের কয়েকটি বিখ্যাত স্তুপের নাম লেখ ।
উত্তর ঃ মৌর্য যুগের কয়েকটি বিখ্যাত স্তূপ হল সাঁচির স্তূপ , সারনাথ স্তূপ প্রভৃতি ।

৬৩. সম্রাট অশোক কতগুলি স্তূপ নির্মাণ করেছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক প্রায় ৮৪০০০ স্তূপ নির্মাণ করেছিলেন বলে জানা যায় ।

৬৪. ভারতের শ্রেষ্ঠ একটি চৈত্য-স্থাপত্যের উদাহরণ দাও ।
উত্তর ঃ ভারতের একটি শ্রেষ্ঠ চৈত্য-স্থাপত্য হল কার্লের চৈত্য

৬৫. লোমশ ঋষির গুহা - স্থাপত্য ও নাগার্জুন গুহা - স্থাপত্য কোন যুগের স্থাপত্য ? 
উত্তর ঃ লোমশ ঋষির গুহা - স্থাপত্য ও নাগার্জুন গুহা - স্থাপত্য দুটি মৌর্য যুগের স্থাপত্য ।

24mcq

৬৬. সম্রাট অশোকের মৃত্যু হয় কবে ? 
উত্তর ঃ ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের শেষ শক্তিশালী শাসক সম্রাট অশোকের মৃত্যু হয়েছিল ।

৬৭. মৌর্য বংশের শেষ শাসকের নাম কী ছিল ? 
উত্তর ঃ বানভট্টের হর্ষচরিত অনুসারে মৌর্য বংশের শেষ শাসক ছিল বৃহদ্রথ

৬৮. ব্রহদ্রথকে কে হত্যা করেছিলেন ? 
উত্তর ঃ ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথকে হত্যা করেছিলেন তাঁর সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ

৬৯. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 
উত্তর ঃ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ

৭০. 'দন্ডসমতা' ও 'ব্যবহার সমতা' নীতি কে চালু করেছিলেন ? 
উত্তর ঃ  'দন্ডসমতা' ও 'ব্যবহার সমতা' নীতি চালু করেছিলেন মৌর্য সম্রাট অশোক

৭১. চন্দ্রগুপ্ত মৌর্য  সৌরাষ্ট্রের শাসক হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন বলে জানা যায় ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য পুষ্যগুপ্ত -কে সৌরাষ্ট্রের শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন ।


৭২. 'অমিত্রাঘাত' শব্দের অর্থ কী ? 
উত্তর ঃ 'অমিত্রাঘাত' শব্দের অর্থ হল শত্রুহন্তা

৭৩. অশোকের ধম্মকে কে লৌকিক বৌদ্ধধর্ম বলে আখ্যায়িত করেছেন ? 
উত্তর ঃ অশোকের ধম্মকে লৌকিক বৌদ্ধধর্ম বলেছেন ড. ভাণ্ডারকর

৭৪. সম্রাট অশোক মধ্য এশিয়ার কোন রাজ্য পরিভ্রমণে গিয়েছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক মধ্য এশিয়ার খোটান রাজ্য পরিভ্রমণে গিয়েছিলেন ।

৭৫. সম্রাট অশোক যে বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন তার সভাপতি কে ছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক যে বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন তার সভাপতি ছিলেন মোগগলিপুত্ত তিসা

৭৬. চন্দ্রগুপ্ত মৌর্য কোন জৈন সন্ন্যাসীর সাথে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতে গিয়েছিলেন ।

৭৭. বৃহদ্রথকে কবে হত্যা করা হয়েছিল ? 
উত্তর ঃ ১৮৭ খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথ কে হত্যা করা হয়েছিল ।

৭৮. ব্যবহার সমতা বলতে কী বোঝানো হয় ? 
উত্তর ঃ ব্যবহার সমতা বলতে বোঝানো হয় সাম্রাজ্যের সর্বত্র একই আইন প্রযোজ্য

৭৯. দন্ডসমতা বলতে কী বোঝানো হয় ? 
উত্তর ঃ দন্ডসমতা বলতে বোঝানো হয় সাম্রাজ্যের সর্বত্র একই রকমের দন্ডবিধি প্রযোজ্য । 

৮০. সম্রাট অশোকের কোশাম্বীর স্তম্ভটি কে কলকাতায় নিয়ে এসেছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোকের কোশাম্বীর স্তম্ভটি কলকাতায় নিয়ে এসেছিলেন সম্রাট জাহাঙ্গীর

৮১. বৈরাট লেখটিকে কে এলাহাবাদে নিয়ে এসেছিলেন ? 
উত্তর ঃ  বৈরাট লেখটিকে এলাহাবাদে নিয়ে এসেছিলেন ক্যানিংহাম

৮২. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে বিবাহ করেছিলেন ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস কন্যা হেলেনা -কে বিবাহ করেছিলেন ।

৮৩. কার শাসনকালে সুদর্শন হ্রদটি খনন করা হয়েছিল ? 
উত্তর ঃ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সুদর্শন হ্রদটি খনন করা হয়েছিল ।

৮৪. মৌর্য যুগে কোন বিভাগের শাসনকর্তাকে স্থানিক বলা হত ? 
উত্তর ঃ মৌর্য যুগে জেলার শাসনকর্তাকে স্থানিক বলা হত ।

৮৫. মৌর্য বংশের কোন শাসক সেনাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক  সেনাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন ।

৮৬. কোন গ্রন্থে মৌর্যদের শূদ্র বর্ণজাত বলে উল্লেখ করা হয়েছে ? 
উত্তর ঃ পুরাণে মৌর্যদের শূদ্র বর্ণজাত বলে উল্লেখ করা হয়েছে ।

৮৭. রাজতরঙ্গিণী অনুসারে সম্রাট অশোকের আরাধ্য দেবতা কে ছিলেন ? 
উত্তর ঃ রাজতরঙ্গিণী অনুসারে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের আরাধ্য দেবতা ছিলেন শিব

৮৮. সম্রাট অশোক আজীবক সন্ন্যাসীদের কোন গুহাটি দান করেছিলেন ? 
উত্তর ঃ সম্রাট অশোক আজীবক সন্ন্যাসীদের গয়ার নিকট লোমশ ঋষিগুহাটি দান করেছিলেন ।

৮৯. চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মের অনুরাগী ছিলেন ? 
উত্তর ঃ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের অনুরাগী ছিলেন ।

৯০. অশোক স্তম্ভে কয়টি স্পোক আছে ? 
উত্তর ঃ অশোক স্তম্ভে ২৪ টি স্পোক আছে ।

৯১. মৌর্যদের রাজধানী পাটলিপুত্র এখন কোথায় অবস্থিত ? 
উত্তর ঃ মৌর্যদের রাজধানী পাটলিপুত্র এখন বিহারে অবস্থিত ।

৯২. সম্রাট অশোকের লিপি কে পাঠোদ্ধার করেছেন ? 
উত্তর ঃ সম্রাট অশোকের লিপি পাঠোদ্ধার করেছেন জেমস প্রিন্সেপ (১৮৩৭) । 

৯৩. ভারতীয় টাকায় থাকা সিংহ মূর্তিটি কোথায় আবিষ্কৃত হয়েছে ? 
উত্তর ঃ ভারতীয় টাকায় থাকা সিংহ মূর্তিটি সারনাথে আবিষ্কৃত হয়েছে ।


৯৪. সারনাথের অশোক চক্রের দ্বারা কোন বিষয়টিকে নির্দেশ করা হয় ? 
উত্তর ঃ  সারনাথের অশোক চক্রের দ্বারা ধর্মচক্রপ্রবর্তনের বিষয়টিকে নির্দেশ করা হয় ।

৯৫. 'সন্ধির দ্বারা মিত্রতা'-র নীতিকে মৌর্য যুগে কী বলা হত ? 
উত্তর ঃ 'সন্ধির দ্বারা মিত্রতা'-র নীতিকে মৌর্য যুগে সাম বলা হত ।

৯৬. 'সাহায্যদানের মাধ্যমে বন্ধুত্ব স্থাপনের নীতি' -কে মৌর্য যুগে কী বলা হত ? 
উত্তর ঃ  'সাহায্যদানের মাধ্যমে বন্ধুত্ব স্থাপনের নীতি' -কে মৌর্য যুগে দান বলা হত ।

৯৭. শত্রুরাষ্ট্রে বিভেদ সৃষ্টিকারী বিষয়টিকে মৌর্য যুগে কী বলা হত ? 
উত্তর ঃ শত্রুরাষ্ট্রে বিভেদ সৃষ্টিকারী বিষয়টিকে মৌর্য যুগে ভেদ বলা হত ।

৯৮. ধম্মযাত্রা কাকে বলা হয় ? 
উত্তর ঃ গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিভ্রমণকে ধম্মযাত্রা বলা হয় ।

৯৯. সম্রাট অশোকের তোপরা ও  মীরাট স্তম্ভদুটি কে দিল্লিতে নিয়ে এসেছিলেন ? 
উত্তর ঃ ফিরোজ শাহ তুঘলক সম্রাট অশোকের তোপরা ও  মীরাট স্তম্ভদুটি দিল্লিতে নিয়ে এসেছিলেন । 
১০০. গূঢ়পুরুষরা প্রধানত কোন কাজের দায়িত্বভার প্রাপ্ত ছিলেন ? 
উত্তর ঃ গূঢ়পুরুষরা প্রধানত গুপ্তচর বিভাগের দায়িত্বভার প্রাপ্ত ছিলেন । 

24mcq

Post a Comment

0 Comments